করোনা আপডেটবগুড়া

বগুড়ায় নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত এবং মৃত্যু ১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার (২১ ডিসেম্বর) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন ১৪ জনের মধ্যে সদরের ১৩, বাকি একজন ধুনটের।

সুস্থ- ৩১জন।
মৃত্যু: একজন নারী। জয়পুরহাটের বাসিন্দা। বয়স ৪৮, তিনি শজিমেক হাসপাতালে মারা গেছেন।

৯৭ নমুনা পরীক্ষায় শনাক্ত ১৪ জন। শজিমেকে ৯৫ নমুনা পরীক্ষায় ১৩ জন এবং টিএমএসএস এ ১২ নমুনা পরীক্ষায় ১ জন পজিটিভ।

মোট আক্রান্ত- ৯৪৫৬
মোট সুস্থ- ৮৫৬৪
মোট মৃত্যু-২২১

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button