বগুড়া
বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ১৫

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৭টি নমুনার ফলাফলে নতুন করে ১৫জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৫জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৫জনেই সদরের।
শুক্রবার (২৫ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৩টি নমুনায় ১৪জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৪টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৪৯১জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৬৫৩জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২২২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬১৬জন।