আন্তর্জাতিক খবর

ফিলিপাইনে শক্তিশালী মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে ফিলিপাইনে আঘাত হানা ভূমিকম্পটি রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৩। 

ম্যানিলার বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠে। এ ঘটনায় নগরবাসীর বড় দিনের ছুটির আনন্দ বিঘ্নিত হয়। 

তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর এখন পযন্ত পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭ টা ৪৩ মিনিটে ভূপৃষ্ঠের ১১৪ কিলোমিটার গভীরে লুজনের প্রধান দ্বীপের বাতাঙ্গাস প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে।

এই বিভাগের অন্য খবর

Back to top button