শাজাহানপুর উপজেলা

শাজাহানপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাপ্পী (১৪) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এসময় বাপ্পীর বন্ধু আশরাফ ছুরিকাঘাতে আহত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত বাপ্পী গয়নাকুড়ি গ্রামের মক্কেছ ড্রাইভারের ছেলে।

জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে কে বা কারা ফোন করে বাপ্পী ও আশরাফকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর গ্রামের ফাঁকা মাঠে দুই জনকে নিয়ে গিয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করা হয়। এসময় আশরাফ আহত অবস্থায় দৌড়ে বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন দু’জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন আশরাফ পুলিশকে জানায়, ফাঁকা মাঠে বোরকা পড়া তিন যুবক তাদেরকে ছুরিকাঘাত করে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতের পরিবারের লোকজনও কিছু জানাতে পারছে না। তবে মোবাইল ফোনের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে…

এই বিভাগের অন্য খবর

Back to top button