আন্তর্জাতিক খবর

ব্রিটেনে করোনায় আক্রান্ত রোগীর চাপে বেসামাল হাসপাতালগুলো

ব্রিটেনে করোনায় আক্রান্ত রোগীর চাপে বেসামাল হাসপাতালগুলো।

লন্ডনের একটি হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক বলেন, তার চাকরিজীবনে হাসপাতালে রোগীর এমন চাপ তিনি এর আগে কখনো দেখেননি।

তার হাসপাতালে অতিরিক্ত শতাধিক বেড সহযোজন করেও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, একজন রোগী এলে তাকে অক্সিজেন, চিকিৎসা কিংবা প্রয়োজনীয় জরুরি অন্য সহায়তা দিতে হয়। এগুলো দিতে নার্স বা স্টাফ যত থাকা দরকার, তা রোগীর অনুপাতে অনেক কমে গেছে।

ব্রিটেনে এখন করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু দ্বিতীয় দফায় কি পরিস্থিতি আরো খারাপ হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ভয়াবহ। এ অবস্থা বাড়তে থাকবে। মনে হচ্ছে সেকেন্ড ওয়েভের পিক পয়েন্টে আমরা এখনো যাইনি।’

ব্রিটেনে হাসপাতালের বেড, আইসিও সব নির্দিষ্ট পরিমাণ। তাহলে কীভাবে কি হবে, এমন প্রশ্নের জবাবে ঐ চিকিৎসক জানান, এক হাসপাতালে জায়গা না থাকলে অন্য হাসপাতালে পাঠানো যায় কি না, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ চেষ্টা করছে কিন্তু এ ধরনের ভয়াবহ অবস্থা হবে এটা কারো কল্পনাতেও আসেনি এমন পরিস্থিতির জন্য নতুন স্ট্রেইনের করোনা ভাইরাসকেই দায়ী করেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button