সারাদেশ

বগুড়াসহ ৩১ জেলায় করোনার উচ্চ সংক্রমণ

বগুড়াসহ দেশের ৩১ জেলায় করোনা বেশি সংক্রমিত হচ্ছে। বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উচ্চ সংক্রমণযুক্ত জেলাগুলো হচ্ছে –মৌলভীবাজার, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, নরসিংদী, খুলনা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, বগুড়া, নড়াইল, নীলফামারী, গাজীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়ীয়া, যশোর, মাদারীপুর, নওগাঁ, রংপুর, কিশোরগঞ্জ, নাটোর, টাঙ্গাইল ও কক্সবাজার।

এর আগে স্বাস্থ্য অধিদফতর ২৯ জেলায় উচ্চ সংক্রমণের কথা জানিয়েছিল। দুই দিনের মধ্যে আরও দুই জেলায় উচ্চ সংক্রমণ দেখা দিয়েছে।

এদিকে বুধবার (৩১ মার্চ) দেশের ইতিহাসে সর্বাধিক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে এবং সাত মাসে সর্বাধিক মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এদিন শনাক্ত ছিল পাঁচ হাজার ৩৫৮ এবং মৃত্যু ৫২ জন

এই বিভাগের অন্য খবর

Back to top button