প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় দুবৃত্তের ছুরিকাঘাতে আহত ২
বগুড়া ফুলবাড়ি মধ্যপাড়ায় দশম শ্রেণির ছাত্র মেহেদি হাসান অভি (১৬) ও রিকসাচালক ফারুক (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বত্তরা।
৩০ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরের ফুলবাড়ী মধ্যপাড়ার স্থানীয় এক রিকশাগ্যারেজে এ ঘটনাটি ঘটে। আহত দু’জনে ওই এলাকার বাসিন্দা। ফারুক আফসার আলীর ছেলে ও অভি শাহীন স্কুলের দশম শ্রেনির ছাত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও গ্যারেজ মালিক রিয়াজ জানান, সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি গ্যারেজে অভির সাথে বসে থাকা অবস্থায় হঠাৎ ১২-১৫ জন দুর্বত্ত দা ও চাকু নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় রিক্সা চালক ফারুক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বত্তরা পালিয়ে যায়।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘটনাটি পূর্ব-পরিকল্পিত ও স্থানীয় দ্বন্দ্বের জেরে বলেছে বলে মনে হচ্ছে। ফারুকের কাঁধে ও অভির হাতে ছুরিকাঘাত করা হয়েছে।