ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর এখন পাকিস্তান দল বাংলাদেশে। শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রথম খেলার জন্য ১২ জনের দল ঘোষণা করেছে তারা।

পাকিস্তান তাদের বিশ্বকাপে একই একাদশ নিয়ে ছয় ম্যাচ খেলেছে। ওই দল থেকে মোহাম্মদ হাফিজ আগে থেকেই সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ১২ জনের মধ্যে বিশ্বকাপ একাদশে থাকা আসিফ আলী ও ইমাদ ওয়াসিমের জায়গা হয়নি।

নতুন করে দলে ঢুকেছেন হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

আগামীকাল দুপুর ২টায় মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর।

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

এই বিভাগের অন্য খবর

Back to top button