বিনোদন

গীতিকার রাসেলের ঝুলন্ত মরদেহ ও সুইসাইড নোট উদ্ধার

গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। সেখান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সেখানে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখেছেন রাসেল।

‘দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়’ এর মতো অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। গণমাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. সাইদুর রহমান।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য রাসেলের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button