আদমদিঘী উপজেলাধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বজ্রপাতে ২ জন নিহত

বগুড়ার আদমদীঘি ও ধুনট উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আদমদীঘি উপজেলার ছাতিয়ানাগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম(২২) ও ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের আকিমুদ্দিনের ছেলে তবজেল হোসেন(৭০)।

জানা যায়, আদমদীঘিতে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে সবজিক্ষেতে যান জহুরুল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে, ধুনটে বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করছিলেন তবজেল। হঠাৎ বজ্রপাত হলে তার মাথা ও শরীরের ডানপাশের অংশ পুড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয় দুটি নিশ্চিত করেছেন পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button