প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী

বগুড়ায় ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা খালপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে সোহেল রানা (৪০) এবং বেজোড়া দক্ষিনপাড়ার মৃত কাজেমুদ্দিন প্রামানিকের ছেলে নজরুল ইসলাম(৪০)।

রোববার দুপুর ২টার দিকে শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা এবং মোবাইলসহ সোহেল ও নজরুলকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button