ক্রিকেটখেলাধুলা

নিউজিল্যান্ড-পাকিস্তান নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে।

৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। ১৪ অক্টোবর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন পদ্ধতিতে নির্ধারিত হবে ফাইনাল।

বিশ্বকাপের আগে এশিয়া কাপও খেলবে বাংলাদেশ। ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকছে টাইগারদের সামনে।

মূলত অস্ট্রেলিয়ান কন্ডিশনে প্রস্তুতি নিতে এই ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। এর আগে, স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ অংশগ্রহণ নিশ্চিত করলেও অপেক্ষা ছিল অপর দল পাকিস্তানের জন্য। গত শনিবার (২৫ জুন) অবস্থান পরিষ্কার করেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

সিরিজে অংশ নিতে ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান। এই সিরিজের লিগ পর্বের সেরা দুই দল খেলবে ফাইনালে।

এই বিভাগের অন্য খবর

Back to top button