প্রধান খবরবিনোদন

ভক্তের টানে বগুড়ায় আসছে “অনন্ত জলিল-বর্ষা’

এবার ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের “দিন: দ্য ডে’ সিনেমাটি।

ভক্তের টানে আগামীকাল বৃহস্পতিবার বগুড়ায় মধুবন সিনেপ্লেক্স সিনেমাটি দেখবেন অনন্ত জলিল ও বর্ষা।

আজ বুধবার এ তথ্য জানান অনন্ত জলিল।

অনন্ত জলিল বলেন, বগুড়ায় আমার একজন ভক্ত আছে যার নাম রানা। তিনি সেখানে প্রতিবন্ধী রানা হিসেবে পরিচিত। আমার প্রথম সিনেমা “খোঁজ দ্যা সার্চ’ দেখার পর থেকে আমার সঙ্গে দেখা করার নানার চেষ্টা করছিল। এমন কি তার নিজ এলাকায় নিজ অর্থায়নে আমার নামে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে।’

তিনি আরও বলেন, আমি তাকে কথা দিয়েছিলাম আমাদের সিনেমাটি রিলিজ হলে আমি তার সঙ্গে দেখা করতে তার গ্রামের বাড়িতে যাব। আগামীকাল ১৪ জুলাই রানাকে নিয়ে বগুড়ায় অবস্থিত মধুবন সিনেপ্লেক্স যাব, বিকেল ৩ টা’র শো দেখব।

এই বিভাগের অন্য খবর

Back to top button