প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় মাদক সেবীদের ধারালো অস্ত্রের আঘাতে লিটন শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ রিতা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে।

নিহত লিটন শেখ (৩৫) বগুড়া শহরতলীর ছোট কুমিড়া পশ্চিমপাড়ার মৃত আশরাফ আলী শেখের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক।

রবিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

জানা গেছে, শনিবার ছোট কুমিড়া পশ্চিমপাড়ায় নিহত লিটনের বাড়ির সামনে একই এলাকার আব্দুল মোমিনের সাথে প্রতিবেশি সালমানের মাদক ব্যবসা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এরপর মোমিন অস্ত্রশস্ত্রসহ তার লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে লিটন তার বাড়ির সামনে গন্ডগোল করতে নিষেধ করে। এ সময় তারা লিটনকে উপর্যুপুরী কোপাতে থাকে। এ সময় রাশেদ ও আজিজুল নামের দুই যুবক লিটনকে বাঁচাতে গেলে তাদেরও মাথায় আঘাত করে তারা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে রিতা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button