বিনোদন

অভিমান ভুলে আবার এক হলেন আসিফ-ন্যান্সি

বাংলা সঙ্গীতের জনপ্রিয় দুই সংগীতশিল্পী আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্সি। অবশেষে অভিমান ভুলে তারা আবারও এক হলেন। 

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আসিফ নিজেই এমনটা জানালেন । এরমধ্য দিয়ে অভিমান, দ্বন্দ্ব, মামলারও অবসান হতে চলেছে।

ফেসবুকে আসিফ লিখেন, একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। 

অবশেষে এলো সেই কাঙ্খিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কন্ঠটি। ভাইয়া আমি ন্যান্সি বলছি খুব ভাল লাগলো ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভাল লাগছিলো। ন্যান্সি তো আমার ছোট, আমিতো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত। 

আমাকে বললো ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজী হয়ে গেলাম। 

অনেকদিন পর স্নেহের ন্যান্সির সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। ভাল থাকো ন্যান্সি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কন্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভাল লাগা, আমিও সেই দলের বাইরে নই।’

এই বিভাগের অন্য খবর

Back to top button