বগুড়া জেলা

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের ১৫ আগস্টের কর্মসূচি

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে কর্মসূচি ঘোষণা করেছে ।

১৫ আগস্ট সকাল সাড়ে ৭টায় কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালীসহ বগুড়া শহরের জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকাল ৫টায় বগুড়া শহরের রোমেনা আফাজ মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর সঙ্গিত পরিবেশন এবং মাসব্যাপী জোটভুক্ত বিভিন্ন সংগঠনে মাসব্যাপী আলোচনা সভার আয়োজন করা হবে।

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটির সভায় এইসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।

সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম এমএ মজিদ মিয়া, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, রেবেকা সুলাতানা মৌসুমী, প্রবীর মোহন্ত, আব্দুল আউয়াল, রবিউল করিম হৃদয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button