সারাদেশ

আমি আমার বাবাকে খুন করেছি, আপনি মাইকে প্রচার করেন: রাশেদ

টাঙ্গাইলের কালিহাতীতে বাবাকে খুন করার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) রাতে উপজেলার চারাল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাশেদ মানসিক ভারসাম্যহীন। হঠাৎ করেই বাবা আলী আজগরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে সে। পরে স্থানীয় একটি মসজিদে গিয়ে রাশেদ ইমামকে বলেন, আমার বাবাকে আমি খুন করেছি, আপনি একটু মাইকে প্রচার করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন ইমাম।

পুলিশ এসে আলী আজগরের মরদেহ উদ্ধার ও রাশেদকে গ্রেফতার করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button