বিনোদন

লুঙ্গি পরা সেই প্রবীণ দর্শককে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালো স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে লুঙ্গি পরা সেই প্রবীণ দর্শক সামান আলি সরকার এবং তাঁর পরিবারকে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালো স্টার সিনেপ্লেক্স।  

লুঙ্গি ও সাদা শার্ট পরে স্টার সিনেপ্লেক্সের মিরপুর শাখায় ‘পরাণ’ সিনেমা দেখতে গিয়েছিলেন একজন বয়স্ক ব্যক্তি। কিন্তু তিনি অভিযোগ করেন, লুঙ্গির কারণে তার কাছে টিকিট বিক্রি করা হয়নি। কেউ একজন ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।

ছড়িয়ে পড়া ভিডিওটি চোখ এড়ায়নি বিদ্যা সিনহা মিমেরও। প্রবীণ অনুরাগীর এমন ভালোবাসায় আপ্লুত তিনি। আর তাই তাকে খুঁজে বেড়াচ্ছেন এ নায়িকা।  

প্রবীণ দর্শককে বাবা সম্বোধন করে মিম লিখেছেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সাথে বসে ‘পরাণ’ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ। উনি লুঙ্গি পরেই ‘পরাণ’ দেখবেন আমার টিমসহ।”

এ ছাড়া এতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button