সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও ২৫০ জেলে নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ১৮টি ট্রলারের দেড় শতাধিক জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আড়াই শতাধিক জেলে।

রোববার (২১ আগস্ট) সকালে এসব তথ‌্য নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি।

শনিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে মৎস্য আড়ৎ মালিক সমিতির উদ্ধারকারী ট্রলারসহ স্থানীয়রা দেড় শতাধিক জেলেকে উদ্ধার করে মৎস্য অবতরণ কেন্দ্রে পৌঁছায়। এ সময় জেলেরা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এদিকে, নিখোঁজ জেলেদের পরিবারে চলছে মাতম।

পুলিশ জানান, নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে আমাদের উদ্ধারকারী নৌ যানের সংকট রয়েছে। সূত্র: রাইজিং বিডি

এই বিভাগের অন্য খবর

Back to top button