সারাদেশ
ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
জানা গেছে, টেকনাফমুখী ট্রাকের সঙ্গে উখিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
পুলিশ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেইসাথে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।