সারাদেশ

বৃষ্টির পানি পড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাড়ির ছাদ থেকে বৃষ্টির পানি উঠানে পড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি হলেন মোফাজুল হকের ছেলে রুহুল আমিন (৬৫)। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম মোজাম্মেল হক (৬০)।

জানা গেছে, রুহুল আমিনের বাড়ির ছাদ থেকে বৃষ্টির পানি তার ছোট ভাইয়ের উঠানে পড়ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ধস্তাধস্তি থেকে মারামারিতে রূপ নেয়। এ সময় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই জখম হলে পরিবারের লোকজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শারিরীক অবস্থা অবনতি হতে থাকলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। রাজশাহী নিয়ে যাওয়ার পথে মারা যায় রুহুল।

পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button