বগুড়া জেলারাজনীতি

বগুড়ায় কৃষক দলের বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর বিএনপির সমাবেশে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা কৃষক দলের উদ্যোগে নবাববাড়ী রোড দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফার্মার রফিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

জেলার সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য তৌহিদুল ইসলাম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন। এসময় উপস্থিত আরও ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন সাকিদার, বদিউজ্জামান বদি, এ্যাডভোকেট ছানাউল সায়েম সুমন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান, মোশারফ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক লিটন শেখ বাঘা, জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক দলের সভাপতি সাদেক আলী, শ্রমিক দল নেতা আল আমিন হোসেন, খোরশেদ আলম, উজ্জ্বল হোসেন, বাবলু মিয়া, কৃষক দল নেতা আফজাল হোসেন, ইবনে সউদ, আব্দুস সালাম খান রুবেল, ওয়েজ কুরুনী, মাহফুজার রহমান, আনোয়ার হোসেন চঞ্চল, সোহেল হোসেন, মাহফুজ, আতাউর রহমান আতা, রফিকুল ইসলাম রুবো, ডা. রফিকুল ইসলাম শাহিন, মাকসুদুর রহমান মিলন, আব্দুল মকিম পান্না, খাদেমুল ইসলাম বাচ্চু, স্বপন, ডা. আনু প্রমুখ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button