দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রী আনিসুর রহমান(৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত আনিসুর খলিশ্বর এলাকার আজিজুর রহমানের ছেলে।
মঙ্গলবার বেলা পৌণে ১১টার দিকে দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, জিয়ানগর বাজার থেকে বাসার দিকে অটোভ্যানযোগে যাবার সময় পথিমধ্যে অজ্ঞাত ট্রাক ওই অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে আনিসুর পড়ে যেয়ে মাথায় আঘাত পান। স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।
এসএ