সারাদেশ

বঙ্গবন্ধু সেতুর পিলারে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কা

সিরাজগঞ্জে যমুনা নদীর প্রবল স্রোতে আবারও বঙ্গবন্ধু সেতুর পিলারের সঙ্গে বালু বোঝাই একটি বাল্কহেড ধাক্কা লেগে আটকে যায়। তবে এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
পুলিশ জানান, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর বালু ভর্তি একটি বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নদীতে প্রবল স্রোতের কারণে ৯নং পিলারের সঙ্গে ধাক্কা লাগার পর পিলারের সঙ্গে আটকে যায়।

খবর পেয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ সেপ্টম্বর বঙ্গবন্ধু সেতুর ৯নং পিলারের সঙ্গে একটি বালু বোঝাই বাল্কহেড ধাক্কায় ডুবে যায় এবং একজন নিখোঁজ হয়। ঘটনার দুইদিন পার হলেও এখনো নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button