প্রধান খবরস্বাস্থ্য

চোখ ওঠার লক্ষণ ও করনীয়

ঘরে ঘরে দেখা দিচ্ছে চোখ ওঠা বা ‘কনজাংকটিভাইটিস’ রোগ। ভাইরাসের মাধ্যমে ছড়ানো এ রোগে আক্রান্ত হতে পারে সব বয়সের মানুষ। সাধারণত বড় বা দীর্ঘস্থায়ী কোনো সমস্যা না হলেও লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখলে রোগীর কষ্ট লাঘব হতে পারে।

লক্ষণ:

চোখ লাল হয়ে থাকা, জ্বলা, চুলকানি, চোখ থেকে পানি পড়া। আলোতে চোখ বন্ধ হয়ে আসা। চোখে বারবার সাদা ময়লা আসা। কিছু ক্ষেত্রে চোখে ব্যথা থাকতে পারে।

করণীয়:

চোখ ওঠা ছোঁয়াচে রোগ। বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে, তবে সবচেয়ে বেশি ছড়ায় বারবার হাত চোখে দিলে। হাত ধুতে হবে সাবান দিয়ে।

চোখের পানি সাবধানে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। ব্যবহার করা সেই টিস্যু সাবধানে ফেলতে হবে। যাতে করে রোগ না ছড়ায়।

চোখ ঘষা বা চুলকানো থেকে বিরত থাকতে হবে।

চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। বাইরে গেলে রোদচশমা ব্যবহার করতে হবে।

নিজের প্রসাধনসামগ্রী অন্যদের ব্যবহার করতে দেয়া যাবে না। এক চোখে সমস্যা দেখা দিলে অন্য চোখকে সংক্রমণ থেকে নিরাপদে রাখতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button