শেরপুর উপজেলা
বগুড়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
বগুড়ার শেরপুর উপজেলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।
আটকরা হলেন শাহবন্দেগী ইউনিয়নের উচড়ং গ্রামের আকছের আলীর ছেলে বাবু মিয়া ও সাধুবাড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে খায়রুল ইসলাম।
শনিবার সাড়ে ১২টার দিকে শাহ বন্দেগী ইউনিয়নের উচড়ং গ্রাম থেকে আটক করা হয়।
শেরপুর থানা উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, তারা দু’জন দীর্ঘ দিন ধরে অবৈধ মাদকদ্রব্য নিজ বাসায় রেখে শেরপুর উপজেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলায় বিক্রয় করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের দুজনকে আটক করা হয়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ