বগুড়ায় পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
বগুড়ার সারিয়াকান্দিতে পরীক্ষা খারাপ হবার কারনে ১৬ বছর বয়সী সিয়াম নামে একজন এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
সিয়াম সারিয়াকান্দি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্র ও পৌর এলাকার বালুয়াহাটের গোল্ডেন মিয়ার ছেলে।
শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার বালুয়াহাটা এলাকায় নিজ বাড়িতে শোয়ার ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা যায়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেস চক্রবর্তী জানান, সিয়াম এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার তার পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষা খারাপ হবার কারনে সিয়ামের বাবা-মা বিষয়টি নিয়ে তাকে বকাঝকা করেন। যার কারনে সিয়াস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছেই হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় ইউডি মামালা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসএ