আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় মান্নান আকন্দকে গ্রেফতার দেখানো হয়েছে

বগুড়ায় অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান আকন্দকে গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল।

এর আগে, ২২ সেপ্টেম্বর, অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বগুড়া সদর থানায় মামলা করেন শফিকুল ইসলাম।

মামলায় উল্লেখ করা হয়, বগুড়া রেলওয়ে স্টেশন এলাকার অ্যাডওয়ার্ড পার্ক সংলগ্ন রেলওয়ের ৪ দশমিক ৪৮ একর জায়গার ওপর বগুড়া রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের অনুকূলে লিজ গ্রহণ করা হয়। আব্দুল মান্নান আকন্দ বগুড়া ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটিডের মার্কেটটির নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান। মার্কেটের দোকানের পজিশন হস্তান্তরের কোন ক্ষমতা না থাকা সত্ত্বেও বিশ্বাস ভঙ্গ ও গোপনে প্রতারণামূলক ভাবে ৩ জন ব্যক্তির কাছ থেকে ১ লাখ করে ৩ লাখ এবং অপর ১ জনের কাছ থেকে ১৭ কোটি টাকা নিয়েছেন। এছাড়াও আব্দুল মান্নান আকন্দ আরও অনেকের সঙ্গে ভুয়া ও অবৈধ চুক্তিপত্রের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এর আগে, এর আগে ১৪ সেপ্টেম্বর রেলওয়ের কর্মচারী কল্যাণ ট্রাস্টের মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত শতাধিক দোকান উচ্ছেদ করার সময় রায়হান আলী নামে রেলওয়ের এক কর্মচারীকে মারধর করেন। এ ঘটনায় হত্যাচেষ্টা, চুরি ও মারপিটের অভিযোগে আহত রায়হানের বাবা হায়দার আলী সরকার ওই মার্কেট নির্মাণের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দকে প্রধান আসামী করে ৫১জনের বিরুদ্ধে সদর থানায় মামলা( মামলা নং- ৮৯৪/২২) দায়ের করেন। সেই মামলায় কারাগারে আছেন আব্দুল মান্নান আকন্দ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button