আন্তর্জাতিক খবর
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, মেজরসহ ৬ সেনা সদস্য নিহত
পাকিস্তানের বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই মেজরসহ ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর গণমাধ্যমবিষয়ক শাখা জানিয়েছে, হেলিকপ্টারে থাকা দুই পাইলটসহ ছয়জনই মারা গেছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জলবায়ুমন্ত্রী শেরি রেহমান।