রাজধানীর হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে বিস্ফোরণ, নিহত এক
রাজধানীর হাজারীবাগে বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
গুরুতর আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। আহতরা হলেন—মো. হালিম (২৮), মারসেল (৩৬) ও আশিক (৪০)।নিহতের নাম ঠিকানা এখনও জানা যায়নি। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রাত ১২টা ১২ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণের আগুন নেভাতে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্ফোরণের সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়রা জানান, বিকট শব্দ করে কাভার্ড ভ্যানটি বিস্ফোরিত হয়। এ সময় সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশে ঝাঁঝালো গন্ধে পাওয়া যাচ্ছে এবং ট্রাকের ভেতরে অনেক মশার কয়েল দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।