প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা আ.লীগের আনন্দ র্যালী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী করেছে বগুড়া জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আনন্দ র্যালীতে জেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুব মহিলা লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার সকাল ১১ টার দিকে শহরের মুজিব মঞ্চের সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়। শহরের কবি কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালীতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু। এছাড়াও র্যালীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি শাজেদুর রহমান শাহীন প্রমুখ।
এসএ