রাজনৈতিক কর্মসূচিতে লাঠিসোঁটা, পতাকা আনা নিষেধ
রাজনৈতিক কর্মসূচিতে লাঠিসোঁটা, পতাকা আনা যাবে না বলে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন।
তিনি বলেন, এসব কর্মসূচিতে লাঠিসোঁটা ব্যবহার পুলিশসহ সাধারণ মানুষের জন্য হুমকি। এ কারণে রাজনৈতিক দলের মিছিল-মিটিংসহ কোনো সমাবেশে লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র আনা যাবে না।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার এসব বলেন।
ঢাকায় বিএনপি-আওয়ামী লীগ, ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দুই পক্ষকে লাঠি-রড নিয়ে নামতে দেখা যাচ্ছে, এটা কতটুকু নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে-এমন প্রশ্নের জবাবে হাফিজ আক্তার জানান, ডিএমপির পক্ষ থেকে সব ডিসিকে বলা হয়েছে, কোনো সভা-সমাবেশে লাঠিসোঁটা ও পতাকা যেন আনা না হয়। কারণ কোথাও পড়ে গেলে জাতীয় পতাকার অবমাননা হয়।
সভা-সমাবেশের জন্য অনুমতি চাইলেও ডিএমপি অনুমতি দেয় না, বিএনপির তরফ থেকে এমন অভিযোগ করা হয়–এ প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, এ ধরনের অভিযোগ আমরা পাইনি। আমরা রাজনৈতিক ও অরাজনৈতিক প্রোগ্রামের অনুমতি দিচ্ছি। আমরা যদি মনে করি, ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে লোকাল ডিসিরা মতামত দেয়। দেখা গেল, কোনো এক জায়গায় একাধিক সংস্থা বা দল সমাবেশ ও সভার অনুমতির আবেদন করল। তখন আমরা নাগরিক সুরক্ষার জন্য এর অনুমতি বা অনুমোদন দিই না।
পুলিশের এ কর্মকর্তা জানান, প্রায় সব প্রোগ্রামেই পুলিশের নীরবতা থাকে।তবে দু-একটি ঘটনা ঘটেছে। প্রোগ্রাম কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। রাজধানীর হাজারীবাগে ছাত্রদল-ছাত্রলীগ উভয় পক্ষের কাছে দেশীয় অস্ত্র দেখা গেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সংঘাতের আশঙ্কা থাকছে কিনা? ডিএমপির পক্ষ থেকে কী ভূমিকা থাকবে, জানতে চাইলে তিনি বলেন, পুলিশের কাজই হচ্ছে শান্তিশৃঙ্খলা বজায় রাখা। আমরা চাই না ঢাকা শহরের কোথাও সংঘাত-সংঘর্ষ হোক। সেটা নিয়েই পুলিশ কাজ করে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখেছি বেশ কয়েকটা জায়গাতেই লাঠিসোঁটা কেন্দ্রিক সমস্যা হচ্ছে। তাই লাঠিসোঁটা নেয়া যাবে না। কারণ কে কোন উদ্দেশ্যে নিয়ে আসছে তা তো বলা যায় না। এসব প্রোগ্রামে পুলিশ ফোর্সও থাকে। রাজনৈতিক সমাবেশে অন্য কারও ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। এ ছাড়া রাজনৈতিক কর্মসূচি ছাড়াও সাধারণ মানুষও থাকে দিন-রাত নানা কাজ করেন। তাদের নিরাপত্তার বিষয়টি তো থাকেই। তাদের কাজ যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। রাজনৈতিক কর্মসূচিতে লাঠি আনার কোনো প্রয়োজন নেই। তারা সমাবেশ করবে, চলে যাবে। নিরাপত্তার স্বার্থে লাঠিসোঁটা নেয়া যাবে না। এটা পুলিশের জন্য হুমকি।