বিনোদন

শাকিব অনেক ভালো মনের মানুষ: অপু বিশ্বাস

বুবলীর বেবিবাম্পের ছবি, তার বাচ্চার বাবা, ছেলে জয়কে নিয়ে বাসায় কেক কাটা- সব মিলিয়েই এখন শাকিব-বুবলী খবরের শিরোনাম। এরই মধ্যে শাকিবকে নিয়ে মন্তব্য করে প্রাক্তর স্ত্রী অপু বিশ্বাসও এলেন শিরোনামে। 

২০১৭ সালের পর একসঙ্গে থেকে ছেলে জয়ের কেক কাটেন শাকিব-অপু। আর এই বুধবার সকালে অপু বিশ্বাস সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন।   

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

শাকিব খানের বাসায় গিয়ে ছেলের কেক কাটলেন শাকিবের সঙ্গে কথা হয়েছে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, কথা হবে না কেন? শাকিব অনেক ভালো মনের মানুষ।

অভিনয় থেকে বেরিয়ে বাস্তব জীবনেও ঘর বেঁধেছিলেন শাকিব-অপু। যা এখন কেবলই অতীত। ২০১৮ সালের মার্চে ১২ মার্চ  শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। এরপর দুজনের পথ বেঁকে যায়। দুজনই নতুন করে নিজেদের দিকে মনোযোগী হন।

সম্প্রতি শাকিবের বাসায় ছেলেকে নিয়ে কেক কাটার আয়োজন করা প্রসঙ্গে জয় এখন সময় পেলেই দাদার বাসায় ছুটে যেতে চায়। এখন দাদা দাদি ওর ভীষণ পছন্দের। আর এবারের জন্মদিনের আয়োজনটা ছিল বেশ ভালো।  

শাকিব খানের বোনের আয়োজনে জয়ের জন্মদিনের কেক কাটার আয়োজন ছিল জানিয়ে অপু বলেন, ওর ফুফু কেক কাটার আয়োজন করেছিল, আমরা সন্ধ্যার পরে সেখানে গিয়েছি। সময়টা দারুণ কেটেছে।

আগামীকাল শুক্রবার অপু বিশ্বাস ও ডি এ তায়েব অভিনীত‘ঈশা খাঁ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button