সারাদেশ

নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

নরসিংদীর রায়পুরায় ট্রাকচাপায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার সবজি হাটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি  মালবাহী ট্রাক সিলেটের দিকে যাচ্ছিলো।  ট্রাকটি মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও এক পথযাত্রী নিহত হন। আহত হন ছয় জন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারান। এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button