জাতীয়প্রধান খবর
শুভ বিজয়া দশমী আজ
শারদীয় দুর্গাপূজার শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।
বুধবার (৫ অক্টোবর) সকালে বিহিত পূজার মধ্যে দিয়ে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দর্পণ বিসর্জনের মাধ্যমে প্রতীকী রূপে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হয়। পরে ঘট বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবীর চরণে সিঁদুর দেয়ার আনুষ্ঠানিকতা পালন করেন বিবাহিত নারীরা। তাদের বিশ্বাস দেবীর পায়ে সিঁদুর দেয়ার মাধ্যমে সারা বছর স্বামীর কল্যাণ হবে।
দশমীর আনুষ্ঠানিকতা শেষে নৌকায় করে কৈলাসে ফিরবেন দুর্গাদেবী। বিষাদের সুর থাকলেও ভক্তদের আশা, স্বামী গৃহে যাবার আগে পৃথিবীকে রোগ শোক মুক্ত করবেন দুর্গাদেবী।