ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

হারলো বাংলাদেশ, সাকিবের দুর্দান্ত ইনিংস

আগে ব্যাটিং করে ২০৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। তবে হারা ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের ২০৮ রানের জবাব দিতে নেমে ১৬০ রানে থেমেছে বাংলাদেশ। সাকিব একাই করেছেন ৭০ রান। এই হারে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত হলো বাংলাদেশের। তিন ম্যাচ খেলে তিনটিতেই হারল বাংলাদেশ। আগামীকাল সিরিজে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল।

বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২০৮ রানের জবাব দিতে নেমে শুরু থেকে অবশ্য পজিটিভ ব্যাটিংই করেছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনকে ধরলে বাংলাদেশ একাদশে আজ ৯ ব্যাটার। সেই কারণেই কিনা আজ শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে চেয়েছে বাংলাদেশ।

তবুও ২০৮ রান তো আর সহজ নয়। তাছাড়া সাকিব ছাড়া বড় ইনিংস খেলতে পারলেন কেউই। যাতে ৪৮ রানের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button