বগুড়া জেলাস্বাস্থ্য

বগুড়ায় শিশুদের করোনা টিকাদান শুরু

বগুড়াতে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সেই সাথে গোকুল, নুনগোলাসহ জেলার বিভিন্ন উপজেলায় স্কুলে টিকাদান কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার সকাল জেলা সদরে বিএএফ শাহীন কলেজে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নূরুজ্জামান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম। সদর ইউএনও সমর কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ এসময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রমে বগুড়া জেলায় ৫ লক্ষাধিক শিশুকে টিকা দেয়া হবে। এরমধ্যে স্কুল পর্যায়ে ৪ লাখ ৮৪ হাজার ২শ ৩ জন এবং কমিউনিটি পর্যায়ে ২০ হাজার ৪ ৬৭ জন টিকা পাবে। বিভিন্ন স্কুলে টানা ১২ দিন টিকাদান কার্যক্রম অব্যহত থাকবে। এরপর একদিন শুধু স্কুলের বাইরে থাকা ৫-১১ বছর বয়সী শিশুদেরকে কমিউনিটি পর্যায়ে টিকা দেয়া হবে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু জানান, বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদানের লক্ষ্যে শিশুদের রেজিস্ট্রেশন করার জন্য ইতিপূর্বে জানানো হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন। সদরে ৯৬ হাজার ৮শ ১৮ জন টিকা পাবেন। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ২৯শ জনকে টিকা দেয়া হবে। প্রতিদিন বিভিন্ন স্কুলে টিকাদান অব্যাহত থাকবে।

বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিরনাটি টিকা দেয়া হচ্ছে। স্কুল ছাড়াও যারা বাইরে রয়েছে সেসব শিশুদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে কমিউনিটি পর্যায়ে টিকা দেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button