খেলাধুলা
জন্মদিনে বিশ্বকাপের অধিনায়কদের সঙ্গে কেক কাটলেন বাবর
নিজেকে সৌভাগ্যবান মনে করতেই পারেন বাবর আজম। বিশ্বকাপের অধিনায়কদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করার এর চেয়ে সুন্দর উপলক্ষ তিনি আর কোথায় পেতেন!
আজ ২৮ বছর পূর্ণ করলেন বাবর। আর আজই মেলবোর্নে রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে অনুষ্ঠিত হলো অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন ‘ক্যাপ্টেইনস মিডিয়া ডে’, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম।
সাকিব আল হাসান, রোহিত শর্মা, কেন উইলিয়ামসনদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করলেন বাবর। কেক কাটার সময় অধিনায়কেরা হাততালি দিয়ে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে বাবরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।