ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারালো নামিবিয়া

খেলার ভাগ্য ততক্ষণে নির্ধারিত। শুরু থেকে ব্যাকফুটে থাকা শ্রীলংকাকে টেনে তোলার চেষ্টা করেছিলেন অধিনায়ক দাসুন শানাকা। তবে কতটা পথই বা একা বওয়া যায়। একলা পথিককে গন্তব্যের আগেই থেমে যেতে হয়।তিনিও থেমেছেন। তাতে থেমে যায় লংকানদের রানের চাকা। যা আর ঘুরাতে পারেননি কেউ। তাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা ৫৫ রানে জিতে নিলো নামিবিয়া। শক্তিমত্তা আর অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলটির বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপের মিশন শুরু হলো লংকানদের।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে ১৬৪ রানের লক্ষ্য পেয়েছিল শ্রীলংকা। যা টপকাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। নামিবিয়ানদের বোলিং তোপে শুরুতেই ব্যাকফুটে চলে যায় লংকানরা। আর ঘুরেই দাঁড়াতেই পারেনি।দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকশের ব্যাটে লড়াইয়ের কিছুটা ভিত তৈরি হয়েছিল। তবে তারা দুজনে ফিরে গেলে মাঝে আর সেটা হয়নি। শেষ উইকেট জুটিতে থিকশানা আর চামিরা লড়াই জমিয়ে তুলেছিলেন। তবে তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়ে এনেছে।

রান তাড়ায় নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল শ্রীলংকা। নামিবিয়ান বোলিংয়ের সামনে বলতে গেলে দিশেহারা অবস্থায় ছিল ব্যাটাররা। টসের সময়েই নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস বলেছিলেন, ‘এই কন্ডিশনে ভালো করার মত বোলার আমাদের হাতে রয়েছে। ’

তার প্রতিফলন যেন মাঠে দেখালেন তার সতীর্থরা। মাত্র ২১ রানে ৩ উইকেট তুলে নিয়ে লংকানদের পুরোপুরি চেপে ধরে নামিবিয়া। অভিজ্ঞ ডেভিড ভিসা মূলত পার্থক্যটা গড়ে দেন। শুরুতেই ব্রেক থ্রু আনেন তিনি। কুশল মেন্ডিসকে জেন গ্রিনের ক্যাচে পরিণত করেন তিনি। ৬ বলে ৬ রান করে ফিরে যান মেন্ডিস। এরপর পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তরুণ পেসার বেন শিকোঙ্গো।

প্রথমে পাথুম নিশাঙ্কাকে জেজে স্মিটের হাতে ক্যাচ দেয়ান শিকোঙ্গো। ১০ বলে ৯ রান করে আউট হন তিনি। দানুসকা গুনাথিলাকা ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। যদিও পরের বলে আর হ্যাটট্রিকটা করতে পারেননি শিকোঙ্গো।

দ্রুত উইকেট হারানো শ্রীলংকা ভালোই চাপে পড়ে। তবে পঞ্চম উইকেট জুটিতে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন শানাকা ও রাজাপাকশে। কিন্তু ২১ বলে ২০ রান করে রাজা বিদায় নিলে হাসারাঙ্গাও ফিরে যান মাত্র ৪ রান করে। পরে অধিনায়ক শানাকা আর চাপ সামলাতে পারেননি। ২৩ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রানের ইনিংস খেলে তিনিও বিদায় নেন। এরপরই শুরু হয় ব্যাটারদের যাওয়া আসা। তাতে ৯২ রানে ৯ উইকেট হারিয়ে বসে লংকানরা। কিন্তু শেষ উইকেট জুটিতে চামিরা ও থিকশানা তিন অংকের ঘর পাড় করেন।  

ব্যাটিং ইনিংসে নামিবিয়ার শুরুটা ছিল মন্থর। তবে শেষ দিকে গতি বেড়েছিল রানের চাকার। তাতে প্রতিপক্ষ শ্রীলংকাকে ১৬৪ রানের লক্ষ্য দেয় তারা। সেই লক্ষ্য তাড়ায় নেমে ৫৫ রানে হেরে যায় তারা। জয় দিয়ে বিশ্বকাপ শুরু নামিবিয়ার সঙ্গে যোগ হলো মূল্যবান পয়েন্ট। ২৮ বলে ৪৪ রান বল হাতে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে জেন ফ্রাইলিংক হয়েছেন ম্যাচসেরা।  

এই বিভাগের অন্য খবর

Back to top button