নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় এক ভ্যানচালক নিহত

বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় নিহত হয়েছেন আবু বক্কর সিদ্দিক নামের এক ভ্যানচালক।

নিহত ৫৫ বছর বয়সী আবু বক্কর নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ডেরাহার গ্রামের মৃত ময়েজ উদ্দিনের সন্তান।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ভ্যানচালক আবু বক্কর সকালে ওমরপুর বাজারে যাত্রী ওঠানোর জন্য ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় নাটোর থেকে বগুড়াগামী একটি অ্যাম্বুল্যান্স এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সেই সাথে অ্যাম্বুল্যান্সটি হেফাজতে নেয়া হয়েছে কিন্তু চালক পলাতক রয়েছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button