প্রধান খবরসারাদেশ

ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার রেজাউল করিম।

তিনি জানান, সকালে বগিটি উদ্ধার করা হয়েছে।এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় আশপাশের স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন।

এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের অন্য খবর

Back to top button