বিনোদন

আজ সৌদি আরবে গান করবেন মমতাজ

প্রথমবার সৌদি আরবে গান গাইতে গেলেন ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম। ইতোমধ্যে তিনি রওনা দিয়েছেন। তার সঙ্গে আছেন পরিবারের কয়েকজন সদস্য। সেইসঙ্গে আছেন তার গানের দলের সদস্যরাও।

গায়িকা জানান, আজ শুক্রবার (২১ অক্টোবর) সৌদি আরবের জেদ্দা শহরে গান করবেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) মক্কা ও মদিনা জিয়ারত করেন।

বিষয়টি নিশ্চিত করে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মমতাজ। সেখানে তিনি লেখেন, নিয়তগুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল।

মমতাজ বলেন, এর আগে ইউরোপ-আমেরিকার নানা দেশে গান করেছি। মধ্যপ্রাচ্যেও গিয়েছি একাধিকবার। তবে এবারই প্রথম সৌদি আরবে গাওয়া হবে। আশা করি সৌদি প্রবাসী ভাই-বোনদের সঙ্গে দারুণ অভিজ্ঞতা হবে। মমতাজ কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন। চলতি মাসেই আবার দেশে ফিরবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button