ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দিনমজুর নিহত

বগুড়ার ধুনট উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে রনজু মিয়া (৬৫) নামে এক দিনমজুর নিহত হয়েছে। এসময় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী সহ ৩ জন আহত হয়েছে।

নিহত রনজু মিয়া সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের হোসেন আলী প্রামানিকের ছেলে। তিনি শেরপুর এলাকায় একটি চাতালে ৩দিন কাজ শেষে সিএনজিতে করে বাড়িতে ফিরছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ধুনট-জোড়শিমুল সড়কের ধুনট সরকারি ডিগ্রী কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর থেকে ৪ জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি সারিয়াকান্দি কড়িতলার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে সামনের দিক থেকে আসা একটি ভটভটির সাথে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দূর্ঘটনায় রনজু মিয়ার মৃত্যু হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেইসাথে দূর্ঘটনাস্থল থেকে সিএনজি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button