বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর জেরে হামলার ঘটনায় ৩শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।

এদিকে, কর্তৃপক্ষের আশ্বাসে আজ থেকে কাজ শুরু করেছে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন ডাক্তাররা। তবে আগামীকালের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারীও দেন তারা। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানান তারা।

বুধবার রাতে হাসপাতালে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। এতে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনা তদন্তে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button