খেলাধুলাবিনোদন

টি-টোয়েন্টি বিশ্বকাপে কুমার বিশ্বজিতের গান

অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের উন্মাদনা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে তৈরি হয়েছে আরও একটি গান।

কুমার বিশ্বজিতের গাওয়া এই গানের শিরোনাম ‘সবার আগে প্রথম আলোয় সব খবর’। ‘লড়াই লড়াই লড়াই হবে, লড়াই করে জিততে হবে/বিশ্বজয়ের স্বপ্ন রেশ, জিতুক আমার বাংলাদেশ’ তোফায়েল আহমেদের এমন কথায় সুর করেছেন কিশোর দাস।

৩ মিনিট ৫ সেকেন্ডের এই গানের একটি ভিডিও-ও তৈরি হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন আশিক ইব্রাহীম। প্রথম আলোর ফেইসবুক পেজ ও ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘ক্রিকেট আমাদের দারুণ আনন্দের একটা উপলক্ষ। এই খেলার সময় আমরা যেন উৎসবে মেতে উঠি। সেই খেলাকে কেন্দ্র করে প্রথম আলোর উদ্যোগে সুন্দর একটা গান হয়েছে, যেটিতে কণ্ঠ দিয়েছি আমি। এমন একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমারও বেশ ভালো লেগেছে। আর আমার চাওয়া বা প্রত্যাশা যেটাই বলি না কেন, সেটা হচ্ছে জিতুক আমার বাংলাদেশ। ’

এই বিভাগের অন্য খবর

Back to top button