বগুড়া জেলা

বগুড়ায় ইয়াবাসহ আটক ২

বগুড়ায় ৩৯০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

আটককৃতরা হলেন- বগুড়া সদরের সেউজগাড়ি রেলওয়ে কলোনী এলাকার শিউলী বেওয়া (৪৫) ও সোনাতলা উপজেলার কাবিলপুর গ্রামের জুয়েল রানা (২০)।

শনিবার দুপুরে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে বগুড়া সদরের সেউজগাড়ি রেলওয়ে কলোনী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. তৌহিদুল মবিন খান বলেন, শিউলী ও জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। অভিযানে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button