প্রধান খবরবিএনপিরাজনীতি

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ’র মৃত্যু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। জানা গেছে, সাবেক এই আমলা মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন।

বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতালে গেছেন। নামাজের জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরে তা জানানো হবে। 

সাবিহ উদ্দিন আহমেদ বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যুক্তরাজ‌্যে বাংলাদেশের হাই কমিশনার করা হয়েছিল। এক সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বও তিনি পালন করেছেন।

স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন সাবেক এই কূটনীতিক।

এই বিভাগের অন্য খবর

Back to top button