বগুড়ায় এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বগুড়ার গাবতলীতে আরিফ হোসেন (১৩)নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোর গাবতলীর পাড়ানিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোলাবাড়ী কাটলাহার বিলের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়গুলো নিশ্চিত করেছেন জানা যায়, আরিফ অক্টোবরের ২৮ তারিখ বিকেলে স্থানীয় মালেক বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন আরিফ। এ ঘটনায় ৩১ অক্টোবর থানায় নিখোঁজ জিডি করা হয়।
স্থানীয় এক ব্যক্তির ধানক্ষেতে ঘাস কাঁটতে গিয়ে আরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিআইডিকে খবর দিয়েছি ক্রাইম সিনে আশার জন্য। লাশটি আসলে পোড়া নাকি অর্ধগলা ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে। তারপরও এলাকার কারো সাথে আরিফের দ্বন্দ্ব রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এসএ