তথ্য ও প্রযুক্তি

সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন

গ্রামীণফোনকে পুরোনো সিম (৪৫০ দিনের বেশি সময় ধরে অব্যবহৃত) বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে, প্রতিষ্ঠানটি এখন থেকে নতুন-পুরোনো কোনো সিমই আর বিক্রি করতে পারবে না।

রোববার বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

এর আগে, কল ড্রপ ও নিম্নমানের সেবার কারণে গত ৩০ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি অপারেটরটি পুরনো সিম বিক্রির অনুমতি পায়, যা আবার বন্ধ হয়ে গেল। 

এই বিভাগের অন্য খবর

Back to top button