আন্তর্জাতিক খবরপ্রধান খবর

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কেঁপে উঠেছে দেশটির পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। এতে ছয়জন নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এই ভূমিকম্প ও প্রাণহানির ঘটনা ঘটে।

এ ভূমিকম্পে কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরাঞ্চলেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহর। সূত্র: রয়টার্স

এই বিভাগের অন্য খবর

Back to top button